ধামইরহাটে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫ ছাইদুল ইসলাম ।। ধামইরহাটে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।রবিবার (২৮ সেপ্টেম্বর) ধামইরহাট কেন্দ্রীয় শিব মন্দিরে সকাল ৭টায় কল্পারম্ভ, বিহিতপূজা ও দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। সন্ধ্যায় দেবীদুর্গার আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হবে।শাস্ত্র অনুযায়ী এবছর দেবীর আগমন গজে (হাতি) ও গমন দোলায় (পালকি)। আগামী ২রা অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এই উৎসব শেষ হবে। ধামইরহাট উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এবছর উপজেলায় মোট ৩২টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকল মন্দিরে নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ ও আনসার সদস্যদের উপস্থিতি লক্ষ করা গিয়েছে। ধামইরহাট কেন্দ্রীয় শিব মন্দিরের পুরোহিত শ্রী বিজন বাগচী বলেন, “আজ মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। দেবীদুর্গার কাছে বিশ্বশান্তি ও মঙ্গল কামনা করেছি।” বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক, জয় সাহা বলেন, “চলতি বছরে শারদীয় দুর্গাপূজায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সঙ্গে আমরা উপজেলার বিভিন্ন মন্দির নিয়মিত পরিদর্শন করছি। সীমান্তবর্তী উপজেলা হওয়া সত্ত্বেও কোনো অপ্রীতিকর ঘটনা পূর্বেও ঘটেনি এবং আশা করি ভবিষ্যতেও ঘটবে না।” ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আনসার ভিডিপিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।” SHARES সারা বাংলা বিষয়: