নওগাঁয় দুর্নীতিমুক্ত প্রশাসনের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫ সাইফুল ইসলাম।। নওগাঁ জেলার বিভিন্ন সরকারি দপ্তরে লাগামহীন ঘুষ, দুর্নীতি ও সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এবং নাগরিক সেবায় হয়রানির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে নওগাঁ পৌরসভার সামনে এ কর্মসূচির আয়োজন করে নাগরিক উন্নয়ন ফোরাম।মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাসানী পরিষদ নওগাঁর আহ্বায়ক ও শিক্ষক জাহিদ রাব্বানী রশিদ এবং সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় নাগরিক পার্টি’র সদস্য সচিব দেওয়ান মাহবুব আল হাসান।এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, সুজন’র সভাপতি মোফাজ্জল হোসেন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল,নওগাঁ জেলা ছাত্রফ্রন্ট’র সভাপতি মিজানুর রহমান, এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, নওগাঁর প্রতিটি সরকারি অফিসে দুর্নীতি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।সাধারণ নাগরিকদের ন্যায্য সেবা পেতে ঘুষ দিতে হচ্ছে, পড়তে হচ্ছে হয়রানির মুখে।সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও দায়িত্বহীন আচরণে জনভোগান্তি চরমে পৌঁছেছে।অবিলম্বে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও জবাবদিহির আওতায় আনতে হবে। শহরের বেহাল সড়কসমূহ দ্রুত সংস্কার করতে হবে।অবৈধ ইটভাটা বন্ধ করে পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।পৌরসভার চাপিয়ে দেওয়া অতিরিক্ত কর বাতিল করতে হবে।শহরের যানজট নিরসনে দ্রুত ফোরলেন রাস্তা নির্মাণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, রাষ্ট্র ও প্রশাসনের উন্নয়ন কেবল কাগজে- কলমে হলে চলবে না। তা যেন বাস্তবেও প্রতিফলিত হয়। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রশাসন ছাড়া জনগণের ভোগান্তি দূর হবে না। সুশাসন, স্বচ্ছতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরণের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। SHARES সারা বাংলা বিষয়: