সিরাজগঞ্জের চৌহালীতে গভীর রাতে যমুনার ভাঙন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৫ এইচ এম হক চৌহালী।। সিরাজগঞ্জের চৌহালীতে আবারও যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খাষপুকুরিয়া পয়েন্টে হঠাৎ করে প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বর্তমানে ভাঙন এলাকা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একেবারে কাছাকাছি পৌঁছে গেছে। বাঁধটি ভেঙে গেলে খাষকাউলিয়া, বাঘুটিয়া ইউনিয়নের একাংশসহ বেশ কয়েকটি গ্রাম, শত শত ঘরবাড়ি, ফসলি জমি, এমনকি স্কুল, কলেজ ও মাদ্রাসা ভেসে যাওয়ার ঝুঁকিতে পড়বে।এলাকাবাসী জানান, যমুনার তাণ্ডবে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে রাতে ঘুমাতে পারছেন না ভাঙনের ভয়ে। স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক বছর ধরে যমুনার ভাঙনে শুধু চৌহালীর বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি ঘরবাড়ি ও ২০ বিঘা আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। রোববার দিবাগত রাতেই ভাঙনের কারণে কয়েকটি বাড়িঘর ও ফসলি জমি হুমকির মুখে পড়ে। নদীর স্রোত তীব্র হওয়ায় যেকোনো মুহূর্তে কোটি টাকার বেড়িবাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা করছে স্থানীয়রা। তারা জরুরি ভিত্তিতে নদী রক্ষা কাজ শুরু করার দাবি জানিয়েছেন। এদিকে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ বলেন, ‘আমরা খবর পেয়েছি—প্রায় ২০০ মিটার এলাকা ও বেশ কিছু বসতভিটা নদীতে বিলীন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়রা জানান, শুধু চৌহালী নয়, এনায়েতপুর ও আশপাশের এলাকাও প্রতিবছর ভাঙনের কবলে পড়ে। তাই তারা দীর্ঘমেয়াদি সমাধানের জন্য একটি বড় প্রকল্প বাস্তবায়নের দাবি তুলেছেন। SHARES সারা বাংলা বিষয়: