শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে সুজানগর ইউনিয়ন বিএনপি, ও যুবদল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫

মারুফ আহমদ হৃদয়।।

২৯ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯: ৩০ মিনিটের সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পরিদর্শক করেন সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদ, সিনিয়র সহ সভাপতি বাবুল আহমদ, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রহিম বক্ত মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউর রহমান জবলু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা অলিউডর রহমান রুবেল, সহ যুব বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর তারেক জনি, স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক হোসাইন আহমদ, স্বাস্থ্ ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অলিদ হাসান সুহান, ইউনিয়ন বিএনপির সদস্য ও সহ সাংগঠনিক সম্পাদক উপজেলা মৎস জিবিদল মানিক আলী, ইউনিয়ন যুবদল আহবায়ক কমিটির সদস্য মারুফ আহমদ হৃদয়, এই সময় তিনি ১, ৪, ৫ ও নং ওয়ার্ডের মোট ৮টি পুজা মণ্ডপ পরিদর্শন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।পরিদর্শনের সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানের পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভক্ত-দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতকরণে নজর দেন। এছাড়াও

অনুষ্ঠানের সুন্দর পরিবেশ বজায় রাখতে পুজা কমিটিগুলোর প্রতি নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, ইইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আশ্বাস দেন এবং উৎসাহ প্রদান করেন যাতে এই বছরও সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন।