কয়রায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল ।। শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি সমাজ গঠনের কারিগর। জাতি গঠনে শিক্ষকের অবদান অনস্বীকার্য। বিশ্বের অনান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। তারই ধারাবাহিকতায় ‘ শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে র্যালী ও আলোচনাসভা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। প্রধান শিক্ষক মোঃ আমির আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনিসুজ্জামান প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: