গোপালগঞ্জের পাইকেরডাঙ্গা ভূমি অফিসার বদলি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫
শেখ ফরিদ আহমেদ।।
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার পাইকেরডাঙ্গা ভূমি অফিসের সহকারী ইউনিয়ন ভূমি অফিসার মো. কাওসারের ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ভূমি অফিসে বদলি করেন।
তার স্থলাভিষিক্ত হয়েছেন দিগনগর ভূমি অফিসের উপসহকারী ইউনিয়ন ভূমি অফিসার শ্যামল কুমার রায়। তিনি গতকাল (সোমবার) বেলা সাড়ে বারোটার দিকে পাইকেরডাঙ্গা ভূমি অফিসে যোগদান করেন।
এদিকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে বদলি হলেও মো. কাওসারের দৃষ্টান্তমূলক শাস্তির আশা করেছিলেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে তিনি গোপালগঞ্জ জেলার বিভিন্ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে ঘুষবাণিজ্যের কারণে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন। ঘুষ-দুর্নীতি করেও বারবার রহস্যজনকভাবে রেহাই পেয়ে যান বলে অভিযোগ রয়েছে। তবে মো. কাওসারের দুর্নীতির অন্যতম সহযোগী উপসহকারী ইউনিয়ন ভূমি অফিসার অলীপ রায় এখনও বহাল তবিয়তে পাইকেরডাঙ্গা ভূমি অফিসে কর্মরত রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি কাওসারের সকল অনিয়মে সহযোগিতা করতেন।
পাইকেরডাঙ্গা ভূমি অফিসের আওতাধীন গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামের রিজাম মোল্লা (৬০) বলেন,“উপসহকারী ইউনিয়ন ভূমি অফিসার অলীপ রায় আমার জমি সংক্রান্ত কাজে হয়রানি করছেন। চারবার অফিসে গেলেও তিনি কাজ করেননি, বরং ‘পরে আসেন’ বলে তাড়িয়ে দিয়েছেন।”
ইছাখালী গ্রামের আনিচুর রহমান (৩২) বলেন,
“জমির একটি কাজে তিন দিন ধরে অফিসে যাওয়া-আসা করছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না।”
চন্দ্রদিঘলিয়া গ্রামের ইনামুল হক মোল্লা (৫৪) বলেন,
“সোমবার সকাল দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অলীপ রায়ের টেবিলের সামনে বসেছিলাম জমির দাখিলা কাটার বিষয়ে সমন্বয়ের জন্য, কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত ছিলেন।”
অফিসের আরও কয়েকজন সেবাপ্রত্যাশীও অলীপ রায়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপসহকারী ইউনিয়ন ভূমি অফিসার অলীপ রায় বলেন,
“আমি কোনো সেবা প্রত্যাশীকে হয়রানি করিনি বা ঘুষ গ্রহণ করিনি।”
এ বিষয়ে জানতে চাইলে সদ্য যোগদানকারী সহকারী ইউনিয়ন ভূমি অফিসার (চলতি দায়িত্বে) শ্যামল কুমার রায় বলেন,“আমি এই অফিসে সদ্য যোগদান করেছি। সব কিছু ঠিকঠাক করতে কিছুটা সময় লাগবে। আশা করছি পাইকেরডাঙ্গা ভূমি অফিসকে দুর্নীতিমুকত করতে পারব।”