ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজারে সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং বিএসটিআই অনুমোদন না থাকায় লতিফ শাহ ফাস্ট ফুড অ্যান্ড বেকারির ম্যানেজার মনিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, একই বাজারে নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের অপরাধে মিষ্টি ব্যবসায়ী কৃষ্ণ কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: