বেলকুচি তে জাতীয় কণ্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ মনিরুল ইসলাম।। আমি কণ্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এই কথাকে ঘিরে আজ ৮ই অক্টোবর ২০২৫ইং তারিখ রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা পরিষদের হল রুমে জাতীয় কণ্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা আফরিন জাহান। অনুষ্ঠানটির আয়োজন করেন বেলকুচি উপজেলা প্রসাশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মোছাঃ হাসনাৎ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মুসাবিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. গোলাম রেজা, বেলকুচি থানা পুলিশ কর্মকর্তা সবুজ কুমার দেব, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এবং বাংলাদেশ প্রেসক্লাব, বেলকুচি উপজেলা শাখার সাংগঠনিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কন্যাশিশু ও তাদের অভিভাবকবৃন্দ। বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের দেশগড়ার অগ্রনায়ক— সুতরাং তাদের প্রতি বৈষম্য ও সহিংসতা পরিহার করে উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে কন্যাশিশুরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবিতা আবৃত্তি ও গান উপস্থাপন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। পরে সেরা পরিবেশকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, “কন্যাশিশু আমাদের অমূল্য সম্পদ। তাদের সঠিক শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারলে তারাই একদিন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেবে। SHARES সারা বাংলা বিষয়: