চাটখিলে জেএসডি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে আলোচনা সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫ মোঃ হানিফ ।। নোয়াখালী চাটখিলে জাতীয় সমাজতান্ত্রিক দল জেডির ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে চাটখিল প্রেসক্লাব সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেএসডির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডির সভাপতি সাংবাদিক মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন, পৌর জেএসডির সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ, জেএসডি নেতা মাইন উদ্দীন শেখ নিজাম, সাংবাদিক জসিম মাহমুদ, মো: ফিরোজ আলম, কামাল হোসেন কালু, মো: হারুন প্রমূখ। সভায় ৩১তম অক্টোবর শুক্রবার হওয়ায় ১লা নভেম্বর শনিবার বিকেলে ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ সভাকক্ষে জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা ও পৌর শহরে মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মী সমার্থকদের ১লা নভেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানান। SHARES সারা বাংলা বিষয়: