গাজীপুরের হত্যা মামলার আসামি গোপালগঞ্জ থেকে গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫ এস এম জামাল।। র্যাবের যৌথ অভিযানে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানাধীন আসাদ মার্কেট হতে হত্যা মামলার এজাহারনামীয় ০৫ নং পলাতক আসামীকে (৭দিনের অধিক) গ্রেফতার করেছে সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) র্যাব-৬, খুলনা ও র্যাব-০৫, সিপিসি-৩, জয়পুরহাট। গ্রেফতার কৃত আসামি সোহান শেখ (১৯) সূত্রে বর্ণিত মামলার বাদী মোঃ আবু বক্কর সিদ্দিক এর ভাই ভিকটিম মোঃ হালিম মন্ডল (৩৫) একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। মামলার আসামিদের সাথে ভিকটিমের পূর্ব শত্রুতার জেরে গত ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আনুমানিক সাড়ে ১০ টায় সময় গাজীপুর জেলার গাছা থানাধীন শরীফপুর সাকিনস্থ বালুর মাঠ বারকু মন্ডল জামে মসজিদ সংলগ্ন বাদির দোকানের পূর্ব পাশে জনৈক পিয়াস এর দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর অবস্থান করাকালে মামলার সকল আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের উপর এলোপাথারি আক্রমণ করে। উক্ত ঘটনা দেখে ভিকটিমের ভাগিনা, চাচি ও চাচাতো ভাইসহ আরো অনেকেই ফিরাইতে গেলে তাদেরকেও আসামিরা ছুরি দিয়ে আঘাত করে। পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় ভিকটিমকে তাজউদ্দীন আহাম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল গাজীপুরে নিয়ে ভর্তি করা হয়। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথিমধ্যে ভিকটিম মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ভাই মোঃ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গাজীপুর জেলার গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ধারাবাহিকতায় কাশিয়ানীর ভাটিয়াপাড়া র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুল হুদা এবং র্যাব ৫ সিপিসি ৩- জয়পুরহাট। SHARES সারা বাংলা বিষয়: