ভাঙ্গায় প্রতারক চক্রের মূল হোতা রাজু মুন্সি গ্রেপ্তার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রতারণা চক্রের মূল হোতা রাজু মুন্সিকে রবিবারের তাকে ভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জানা যায়, বগুড়ার এক মাদ্রাসার শিক্ষক আব্দুল হক-এর কাছে রাজু মুন্সি ফোন করে নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করে। এরপর কৌশলে ওটিপি (OTP) নম্বর নিয়ে প্রতারণার মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২৭ লাখ ৪৫ হাজার টাকা হাতিয়ে নেয়। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক বগুড়া জেলার সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করলে, প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ প্রতারক রাজু মুন্সিকে শনাক্ত করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রাজু মুন্সি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা গ্রামের জালাল মুন্সির ছেলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের কাছ থেকে সামান্য পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে এবং বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। ডিবি পুলিশের কর্মকর্তা জানান, রাজু মুন্সি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার লোকজনকে টার্গেট করে ব্যাংক প্রতারণা ও ফিশিং চক্রের সাথে যুক্ত ছিল। SHARES সারা বাংলা বিষয়: