ইয়ুথ কানেক্ট, ইয়ুথ গ্রীন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫ রাখী গোপাল দেবনাথ।। দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রওনুকুল ইসলামের সভাপতিত্বে ও ডেমক্রেসিওয়াচের প্রজেক্ট কোঅর্ডিনেটর রাখী গোপাল দেবনাথের পরিচালনা ও সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তের উপ পরিচালক মোর্শেদ আলী খান,দিনাজপুর বিসিকের জেনারেল ম্যানেজার মো: জাহেদুল ইসলাম, দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী, সমাজসেবা অধিদপ্তের সহকারী পরিচালক মনির হোসেন, দিনাজপুর চেম্বার অপ কমার্সের পরিচালক মন্জুর মোর্শেদ সুমন সহ দিনাজপুরের বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তাসহ প্রকল্পের অন্যান্য ষ্টেকহোল্ডারগন,সাংবাদিক আজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন উদ্যোক্তাগন অংশগ্রহণ করেন। ডেমক্রেসিওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর ফিরোজ নূর নবী যুগল বলেন , বাংলাদেশে যুবাদের জন্য চাকরির সুযোগ সীমিত, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাড়ছে।বেকারত্ব দূরীকরণ এবং পরিবেশ সুরক্ষার মাধ্যম একটি টেকসই পথ সৃষ্টির মাধ্যমে আমাদের পূথিবীকে বাসযোগ্য করতে হবে।তার জন্য যুবাদের মনের মধ্যে উদ্যোক্তা (Entrepreneur) সৃষ্টি করে, তাদের শুধু চাকরি খোঁজা নয় বরং নিজেরা সবুজ ব্যবসা (Green Business) গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করে তোলতে হবে। দিনাজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রওনুকুল ইসলাম বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে উদ্ভাবনী ধারণাকে কাজে লাগানো জরুরি। বক্তারা উন্মুক্ত আলোচনায় বলেন প্রযুক্তিগত জ্ঞান, এবং বাজার বিশ্লেষণের দক্ষতা উদ্যোক্তাদের সৃজনশীলতা বাড়িয়ে তোলবে, যা তাদের জীবনব্যাপী সফল হতে সাহায্য করে। ইয়ুথ কানেক্ট,ইয়ুথ গ্রীন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রকল্পটি বাংলাদেশের যুবশক্তিকে সম্পদে পরিণত করবে, একটি সবুজ-সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের পথ তৈরি করবে। এটি শুধু আজকের প্রয়োজন নয়, ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ারও অঙ্গীকার। SHARES সারা বাংলা বিষয়: