চাটখিলে থাইল্যান্ডী জুয়াড়ীদের হামলায় সাংবাদিক আহত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫ মোঃ হানিফ।। নোয়াখালীর চাটখিলে থাইল্যান্ডি জুয়াড়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় মাহবুবুর রহমান রিপন নামে এক সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে সাইফুল ইসলাম (৩৫) নামের প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সন্ধা ৭ টার সময় চাটখিল উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারে সাংবাদিকের উপর হামলার এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, দশঘরিয়া বাজার ও বাজারের আশপাশে থাইল্যান্ডি জুয়া, এম থাই এবং অনলাইন জুয়ার জমজমাট ব্যবসা করছে জুয়াড়ীরা। এ জুয়ার আসরে জড়িয়ে যুবসমাজ ও এলাকার খেটে খাওয়া মানুষগুলো নিঃস্ব হয়ে পড়ছে। জুয়াড়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর গতকাল সোমবার বিকালে চাটখিল থানার পুলিশ থাইল্যান্ডি জুয়ার সরঞ্জাম সহ সোহেল নামের এক জুয়াড়ীকে গ্রেফতার করে। ঐ জুয়াড়ীকে গ্রেফতারের জের ধরে সন্ধ্যা ৭ টার দিকে সাংবাদিক মাহবুবুর রহমান শিপন বাসা থেকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাওয়ার পথে, দশঘরিয়া বাজারে থাইল্যান্ডি জুয়াড়ী সাইফুল ইসলাম সহ ১৫/২০ জন তার উপর হামলা করে তাকে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীরা শিপনের কাছ থেকে একটি ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, হাতঘড়ি সহ নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর পরই চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে থানার একদল পুলিশ গিয়ে হামলাকারীদের বিরুদ্ধে জটিকা অভিযান পরিচালনা করে। ঘটনার সাথে জড়িত প্রধান আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে আরো ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। চাটখিল থানার মামলা নং ৭(১০)২৫, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬ পেনালকোড। এই বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, হামলার কথা শুনে সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করি। এই ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদেরকেও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। SHARES সারা বাংলা বিষয়: