অনিশ্চয়তায় দিন পার করছে জেলে পরিবার খোঁজ মেলেনি ৮ দিনে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

মহিব্বুল্যাহ ইলিয়াছ।।

শরীয়তপুর জেলার জাজিরা থানার কাচিকাটা নদীতে নৌ-পুলিশের ধাওয়া ও ছরার গুলির মুখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন ভোলার মনপুরা উপজেলার এক তরুণ জেলে। নিখোঁজের নাম আবেদ (২০)।

 তিনি মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কুলাগাজী তালুক গ্রামের আবুল বাসার মাঝির ছেলে।

ঘটনাটি ঘটে গত ১৩ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে। আজ ২০ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন (প্রায় ১৮৩ ঘণ্টা) পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ আবেদ পেশায় একজন জেলে। সম্প্রতি বিয়ে করেছেন, ঘরে আছে মাত্র ২২ দিন বয়সী একটি কন্যা শিশু। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্ত্রী, নবজাতক কন্যা, বাবা ও মা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই সময় মা ইলিশ ধরায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলেও আবেদসহ পাঁচ জেলে ভোলা থেকে শরীয়তপুরের কাচিকাটা নদীতে ইলিশ শিকারে যান।

নদীতে টহলরত নৌ পুলিশ ট্রলারটি ধাওয়া দিলে তারা পালাতে চেষ্টা করেন। এসময় নৌ-পুলিশ ছরার গুলি চালালে আতঙ্কে পাঁচজন জেলে নদীতে ঝাঁপ দেন। পরে পুলিশ তিনজনকে আটক করে, তবে নিখোঁজ হন আবেদ। আহত জেলে মনছুর জানান,১৩ তারিখ সকাল ৮টার দিকে আমরা কাচিকাটা নদীর লাল বয়ার কাছে জাল ফেলি। হঠাৎ দেখি নৌ-পুলিশের বোট এগিয়ে আসছে। ভয় পেয়ে ট্রলার নিয়ে পালাতে গেলে তারা ছরার গুলি চালায়। গুলি লেগে আমরা সবাই নদীতে ঝাঁপ দিই। আমি সাঁতার কেটে এক চরে উঠি। দেখি পুলিশ বোট থেকে আমাদের লোকদের বাঁশ দিয়ে টেনে তুলে নিচ্ছে। পরে অজ্ঞান হয়ে যাই। অন্য মাঝিরা আমাকে উদ্ধার করে জাজিরা হাসপাতালে নেয়, আমার শরীর থেকে ২৭টি ছরার গুলি বের করা হয়েছে।

নিখোঁজ আবেদের বাবা আবুল বাসার মাঝি বলেন,আমি জাজিরা থানা, নৌ -পুলিশ সব জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু কেউ কিছু বলছে না। আজ আট দিন হয়ে গেল, আমার ছেলের কোনো খোঁজ নেই। সে বেঁচে আছে কিনা তাও জানি না। আমি আমার সন্তানকে ফিরে চাই। আমরা অনিশ্চয়তায় দিন পার করছি আমার ছেলের আসার অপেক্ষায় আছি।

 

এ ব্যপারে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল বলেন,“এটা নৌ পুলিশের বিষয় আমাদের থানার আওতায় হলেও এটি নৌ-পুলিশের নিয়ন্ত্রণাধীন এলাকা এখনো কেউ থানায় জিডি করেনি।”

জাজিরা নৌ-পুলিশের  ইনচার্জ এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।