উলিপুরে ব্রহ্মপুত্র নদে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ শিকারের মহোৎসব

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

মোঃরেজাউল ইসলাম।।

উলিপুরে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্মপুত্র নদে চলছে ইলিশ শিকারের মহোৎসব। প্রশাসন ও মৎস্য বিভাগের নীরবতা এবং নজরদারির অভাবে প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণ ইলিশ, যা প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন ঘাটে ও বাজারে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার হাতিয়া ও সাহেবের আলগা ইউনিয়নের নদীতীরবর্তী এলাকায় ভোর থেকে রাত পর্যন্ত জেলেরা নির্বিঘ্নে ইলিশ শিকার করছেন। বুধবার (২২ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রশাসন কিংবা মৎস্য বিভাগের কোন অভিযান দেখা যায়নি। যদিও সরকারি নিষেধাজ্ঞা জারি হয়েছে গত ৪ অক্টোবর থেকে, তথাপি দুই-তিনদিনের দায়সারা অভিযান ছাড়া আর তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন ও মৎস্য বিভাগের উদাসীনতায় ব্রহ্মপুত্র নদে মা ইলিশ নিধন অব্যাহত রয়েছে। এতে ইলিশের প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই পেটের দায়ে তারা বাধ্য হয়ে নদীতে নেমেছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, “জেলা মৎস্য বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযান চলছে। গতকাল (২১ অক্টোবর) সাহেবের আলগা এলাকায় ৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।”

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “আমরা চেষ্টা করছি যাতে মা ইলিশ নির্বিঘ্নে প্রজনন করতে পারে। প্রশাসন ও মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা জানান, “ইলিশ শিকার রোধে ইতিমধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।”

তবে বাস্তব চিত্র বলছে, প্রশাসনের উদ্যোগ এখনো পর্যাপ্ত নয়—আর সেই সুযোগেই চলছে ব্রহ্মপুত্র নদে ইলিশ শিকারের উল্লাস।