হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

মোঃ রেজাউল ইসলাম ।।

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে।”

বুধবার (২২ অক্টোবর) রাতে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইন্দারারপাড় বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি বিভিন্ন বাজারে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

আব্দুল খালেক বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দলটি দেশকে অগ্রগতির ধারায় উপনীত করেছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছিল।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। আর প্রিয় নেতা তারেক রহমান বিদেশে থেকেও দলকে সংগঠিত করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি এনেছেন।

খালেক বলেন, জনগণ এখন বিশ্বাস করে, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। তিনি দাবি করেন, “দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে—নির্বাচন এলে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।”

এ সময় সভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন ইসলাম, কৃষকদল নেতা আব্দুর রহমান রাজু, ছাত্রদল নেতা খাইরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।