বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা ২০২৫ ইং অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫ মোঃ আবু সাঈদ।। অদ্য সোমবার দুপুরে ২৭/১০/২৫ কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তত্ত্বাবধানে কাহালু উপজেলা ফটোগ্রাফিস এর মধ্যেও পুরস্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার — মো: কাওছার হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা হোসনে আফরোজা জেলা প্রশাসক বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)– জনাব মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা — জনাব মোসা: জান্নাতুল ফেরদৌস। কাহালু উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা — জনাব ডা: মো: আব্দুল মালেক। ফটোগ্রাফার আব্দুল মোমিন। অনুষ্ঠান সঞ্চালনায়– মো: ইফতেখার রসুল সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অফিসার কাহালু। উক্ত অনুষ্ঠানে ১ম স্থান অধিকার করেন মোঃ রাকিবুল হাসান এরুইল, মালঞ্চা, কাহালু বগুড়া ২য় স্থান অধিকার করেন পংকজ কুমার, খাজলাল, কাহালু সদর, কাহালু বগুড়া। ৩য় স্থান অধিকার করেন মোসাঃ ফারজানা আক্তার মিম, কাহালু বগুড়া। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদপত্র আর্থিক চেক ও ক্রেস্ট বিতরণ করেন। বক্তারা বলেন ভবিষ্যতে আবারো ভালো কিছু আয়োজন করার এবং কাহালু উপজেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরবে এবং সবাইকে এরকম উদ্যোগে উৎসাহিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান। SHARES সারা বাংলা বিষয়: