মনোহরদীতে প্রাণবন্ত আয়োজনে সম্পন্ন হলো যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫
মো হিমেল মিয়া। । 
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক প্রাণবন্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় মনোহরদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সম্মানিত সদস্য জনাব জহিরুল হক জুয়েল।
সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজাম্মেল হক।
দিনব্যাপী এ আয়োজনে ছিল—পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীত, অতিথি সংবর্ধনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি।
বক্তারা বলেন, যুবসমাজই দেশের শক্তি ও ভবিষ্যৎ। বর্তমান সরকারের দমন-পীড়নের মধ্যেও যুবদলের নেতাকর্মীরা সাহসের সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখছে।
শেষে দেশ ও দলের অগ্রগতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মনোহরদী উপজেলা যুবদলের সদস্য কাদির কিবরিয়া রূপক মোড়ল, যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ডা. আব্দুল খালেক, ভিপি মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা সাম্মির রহমান টিপু, নরসিংদী জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক এ. কে. এম. বাসেত মোল্লা ভুট্টু, এবং বিএনপি ও অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।