কেন্দুয়ায় বিদ্যুৎ সরবরাহে বাধা : পড়াশোনায় অমনোযোগী সাদিয়া, সায়মা ও সামিউল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫ কোহিনূর আলম নেত্রকোণার কেন্দুয়ায় ষষ্ঠ শ্রেণির সাদিয়া, তৃতীয় শ্রেণির সায়মা , দ্বিতীয় শ্রেণির সামিউল প্রায় এক মাস যাবত তাদের ঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পড়াশোনায় মনোযোগী হতে পারছে না । অটোগাড়ির চার্জ দিতে না পারায় আয় রোজগারের পথও প্রায় বন্ধ পরিবারটির । বাবা দিশেহারা হয়ে ঘুরছেন পাড়া প্রতিবেশী ও মাতব্বরদের দ্বারে দ্বারে । প্রতিবেশী মৃত দুলালের স্ত্রী ছফুরা বেগম (৫৫), তাঁর দেবর মো. সাইকুল ইসলাম (৪০) ও ছফুরা বেগমের ছেলে ফারুক (২৬) এই বিদ্যুৎ সরবরাহে বাধা দিচ্ছেন বলে অভিযোগ ওঠেছে । গত ২৬ অক্টোবর সাদিয়া, সায়মা ও সামিউলের বাবা রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের চর আমতলা গ্রামের কোনাপাড়া, আছিমপুর এলাকার বাসিন্দা মো.আবুল কাশেম কেন্দুয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর এই মর্মে একটি লিখিত অভিযোগও দায়ের করেন । জানা যায়, ছফুরা বেগমের বাড়ির সীমানার বৈদ্যুতিক খুঁটি থেকে ২০২২ সালে মো.আবুল কাশেম তাঁর বাড়িতে বৈদ্যুতিক সংযোগ পান । কিন্তু গত ১মাস আগে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে সংযোগ লাইনের তার ছিঁড়ে যায় । পল্লী বিদ্যুৎ এর লোকজন তা লাগাতে গেলে প্রতিবেশী ছফুরা বেগম (৫৫), তাঁর দেবর মো. সাইকুল ইসলাম (৪০) ও ছফুরা বেগমের ছেলে ফারুক (২৬) এতে বাধা দেয় । উপায়ন্তর না দেখে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্মরণাপন্ন হয়েও কাঙ্ক্ষিত কোন সমাধান পাচ্ছেন না মো.আবুল কাশেম । তিনি বলেন, আমি বাধা দানকারীদের অনেক অনুয় বিনয় করেছি, এলাকার মায় মাতব্বরদের কাছে গিয়েছি কোন কাজ হয় নি । এতে আমার উপার্জনের অটোগাড়িটির চার্জ দিতে পারছি না, রানাবান্নায় বিঘ্ন ঘটছে । বিশেষ করে আমার বাচ্চারা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে । অভিযুক্ত ছফুরা বেগম বলেন, বিদ্যুতের লাইন ছিঁড়ে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে । তাই বলেছি, লাইনটি অন্যদিক দিয়ে নেয়ার জন্য । তাছাড়া আমার দেবর সাইকুলের সিদ্ধান্তই চূড়ান্ত । যদিও মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও সাইকুলের বক্তব্য পাওয়া যায় নি । রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা হলে তারাও ঘটনাটি অবগত বলে নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে আমরা আলোচনা করেছি । বিদ্যুৎ সরবরাহে বাধা দেয়ার কাজটি ঠিক হয় নি । চেষ্টা করছি বিষটি খুব দ্রুত সমাধানের জন্যে । এ বিষয়ে নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ওমর ফারকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা লোক পাঠিয়েছিলাম তারা বাধার সম্মুখীন হওয়ায় সংযোগ দিতে পারে নি । আমরা চেষ্টা অব্যাহত রেখেছি । SHARES সারা বাংলা বিষয়: