চাটখিলে পৌর কিচেন মার্কেট উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
মোঃ হানিফ ..
নোয়াখালী চাটখিলে নির্মাণের প্রায় ১০ বছর পর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের উদ্যোগে আজ  বৃহস্পতিবার দুপুরে চাটখিল পৌর কিচেন মার্কেটের তোহার বাজার উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মোস্তফা কামাল, জেএসডি’র কেন্দ্রীয় নেতা  চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মাে: হাবিবুর রহমান, বিএনপি নেতা দেওয়ান শামসুল আরেফিন শামীম, এহসানুল এক মাসুদ, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর নূর নবী, বণিক সমিতি’র সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর জামায়াত নেতা  জামাল উদ্দিন, কিচেন মার্কেটের দোকান মালিক ইমতিয়াজ ও আমির হোসেন  প্রমূখ।
সভায় বক্তারা অজ্ঞাত কারণে দীর্ঘদিন পর এই মার্কেট উদ্বোধনের উদ্যোগ নেওয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে সবাই অভিনন্দন জানান ।
সভার প্রধান অতিথি ও পৌর প্রশাসক মিজানুর রহমান পৌর বাসীর সুবিধার্থে এ মার্কেটে কিছু সংস্কার কার্যক্রম শেষ করে মার্কেটের তোহা বাজার, মাছ, মাংস, সবজি ও মুদি দোকান চালু করার জন্য দোকান মালিকদের দ্রুত ব্যবসা শুরু করার আহবান জানান। এবং একই সাথে এই মার্কেটের ব্যবসায়ীদের যে কোন প্রয়োজনে তিনি   সহযোগিতার আশ্বাস দেন।
সভা পরিচালনা করেন  ইঞ্জিনিয়ার সাইফুর রহমান, পলাশ ও দুলাল।