ভাঙ্গায় কৃষকদল–ছাত্রদলের স্বেচ্ছাসেবী কর্মসূচি অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫
মোঃ রিপন শেখ..
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাঙ্গা উপজেলা কৃষকদল ও ছাত্রদল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনব্যাপী মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মসূচি পালন করেছে।
সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। কৃষকদল ও ছাত্রদলের স্বেচ্ছাসেবীরা হাসপাতালের ভেতর–বাহির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
সকাল ১১টায় পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদল সভাপতি প্রিন্স মুন্সির নেতৃত্বে একটি স্থায়ী ব্লাড ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
দুপুরে কৃষকদলের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার বিতরণ করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে দুই সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ছাত্রদলের রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিজান, মোঃ ওবায়দুর রহমান, শরীফ সোহান, রিপন খান, নিয়াজ মোরশেদ সাকিব, মাসুম তুষার, আবির হাসান, মির্জা আমিনুর ইসলাম তিতু, এবং ভাঙ্গা কে এম সরকারি কলেজ শাখার ছাত্রদল সভাপতি আবিদ শিকদার। কৃষকদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, খন্দকার সুজাত, রামের মোল্লা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং সেবামূলক উদ্যোগ চালাতে এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।