শ্যামনগরে সুপেয় পানির জন্য এ্যাডভকেসি সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট নিরসন এবং সরকারি সেবার আওতায় পানির সরবরাহ নিশ্চিত করতে শ্যামনগরে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ২৬ নভেম্বর, সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে এবং শরুবের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন । প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সুপেয় পানি সংকট  দীর্ঘদিন ,এ সংকট নিরসনে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে, উপজেলায় যে সকল পানির সিন্ডিকেট রয়েছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সেবা চালিয়ে যাচ্ছে,তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ সোসাইটির চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের এ্যাডমিন সাইফুদ্দীন সিদ্দিক, ভুরুলিয়া ইয়ুথ সোসাইটি নির্বাহী পরিচালক রুহুল আমিন,গবেষনা প্রতিষ্ঠান বারসিকের যুব সংগঠক স ম ওসমান গণী সোহাগ,কর্ড এইডের সুপার ভাইজার মমিনুর রহমান, শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী আব্দুল আলিম,শরুবের কোষাধ্যক্ষ দেবব্রত বিশ্বাস,হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থার কে এম হাবিবুর রহমান ,হেতালখালী রক্তদান সংস্থার মো: হাবিবউল্লাহ , বনজীবি ইয়ুথ টিমের শামিম হোসেন, ইয়ুথ ফর সুন্দরবনের মুনতাকিমুল ইসলাম রুহানী, অর্পন অর্গানাইজেশনের গাজী খালিদ, এসএসএসটি  জাহিদ হাসান , ফ্রেন্ডলি ব্যাকআপ টিমের আদনান ,সায়ার সহ সভাপতি সালাউদ্দিন ,জেবা তাসনিয়া আছাদুল্ল্যাহ সহ উপজেলার বিভিন্ন সমাজিক সংগঠনের প্রতিনিধিরা।বক্তারা উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকটের দীর্ঘমেয়াদি প্রভাবের ওপর গুরুত্বারোপ করেন। এস এম জান্নাতুল নাঈম বলেন, “শ্যামনগরসহ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততা বৃদ্ধি, অপরিকল্পিত চিংড়ি চাষ, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, এবং বেড়িবাঁধ ভাঙনের কারণে এ সংকট দিন দিন বাড়ছে।তিনি আরও বলেন, “সরকারি জলাধারগুলো ব্যক্তি মালিকানায় চলে গেছে, যার ফলে সাধারণ মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছে। পানির বাণিজ্যিকীকরণ বন্ধ করতে হবে এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে জলাধার খনন করতে হবে।সভায় বক্তারা সরকারি সেবার মাধ্যমে সুপেয় পানির অধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি করেন।