ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী উঠান বৈঠকে আওয়ামী লীগের যোগদানঃ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–তে যোগদান করেছেন। তাঁর সঙ্গে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাভলু মুন্সীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভাঙ্গা মহিলা কলেজ মাঠে ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী উঠান বৈঠকে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাঙ্গা কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু মুন্সী।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে মিরু মুন্সী বলেন, আজ থেকে আমি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করছি এবং বিএনপিতে যোগ দিচ্ছি। সবাইকে অনুরোধ ধানের শীষে ভোট দিন।”

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন,
“মিরু মুন্সী একজন সৎ ও মানবিক মানুষ। তাঁর সম্পর্কে খোঁজ নিয়ে দেখেছি—একজনও বলেনি যে তিনি কখনও কারও ওপর জুলুম করেছেন। যারা অন্যায় করেনি, তাদের আমরা দূরে সরিয়ে রাখব না।”

তিনি প্রশাসনের উদ্দেশে আরও বলেন,
“সাধারণ মানুষের ওপর কোনো জুলুম করবেন না। অপরাধীরা যেই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদ মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওসমান মুন্সী, রেজা মুন্সী, বিএনপি নেতা ইব্রাহীম মুন্সীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।