কেন্দুয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের আলোচনা সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ কোহিনূর আলম ।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইউপি: চেয়ারম্যান, ইউপি: সদস্য, ইউপি: সচিব, ইউনিয়ন পরিষদ উদ্যোক্তা, গ্রাম পুলিশ, উপজেলা সকল স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ পরিদর্শকগণের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার জেলা অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অগ্রগতির লক্ষ্যে সবার অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধি ও সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে । তবেই আমরা শতভাগ সাফল্য অর্জন করতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া থানা তদন্ত ওসি ওমর কাইয়ুম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, সচিব, উদ্যোক্তা, গ্রাম পুলিশ ও সাংবাদিকবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: