উপজেলা নির্বাচনে গোমস্তাপুরে বিএনপি ও জামায়াত নেতাসহ চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৪ মোঃ সুহাস উদ্দিন।আগামী ৮ মে প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সোমবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি নেতাসহ ২ জন, ভাইস চেয়ারম্যান( পুরুষ) পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হান ও যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, জামায়াত নেতা খায়রুল আমান ও কৃষকলীগ নেতা ওবায়দুর রহমান। এখন চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন তারা; বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন; আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, যুবলীগ নেতা মাসুদ পারভেজ ও সাবেক ইউপি সদস্য মোকসেদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দীতা করবেন: মনিরা খাতুন, জোহনা খাতুন, শামীমা বেগম, শিরিন আকতার, সুলতানা খাতুন ও শামীমা জাহান সারা। SHARES গণমাধ্যম বিষয়: