জামালপুরের শরিফপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ মুহাম্মদ বিপুল হোসেন।তীব্র দাবদাহে পুড়ছে সারা দেশ। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনায় জামালপুরে সদর উপজেলার শরিফপুরে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জামালপুরের সকাল বাজারস্থ বড় জামে মসজিদের খতিব মুফতী আব্দুল্লাহ। এ সময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন নামাজে আসা মুসল্লিরা। নামাজে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি বলেন, ‘তাপপ্রবাহ থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহর কাছে প্রশান্তির বৃষ্টি প্রার্থনা করে আমরা এই নামাজ আদায় করেছি।’ এ ব্যাপারে ইমাম বলেন, ‘মানুষ যখন পাপ কাজ করতে করতে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। মানুষ পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। এ অবস্থা থেকে রক্ষা ও বৃষ্টি প্রার্থনায় মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা এ বিশেষ নামাজ আদায় করলাম।’ তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে জামায়াতে কয়েক শতাধিক মুসল্লিরা নামাজে অংশ নেন। SHARES সারা বাংলা বিষয়: