কোটা সংস্কারের দাবিতে বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪ মো: শান্ত রহমান । জামালপুরে বকশীগঞ্জে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে আইন প্রণয়ণের এক দফা দাবি বাস্তবায়ন ও দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ১৭ জুলাই বুধবার বিকালে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।গায়েবানা জানাজা শেষে বিক্ষুব্ধ ছাত্ররা পৌর শহরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে এনএম উচ্চ বিদ্যালয় মাঠে চাকরি প্রত্যাশি শাহরিয়ার আহাম্মেদ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, সরকার রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বকশীগঞ্জ সমন্বয়কারী সা’আদ আহম্মেদ রাজু, বায়জিদ আলামিন, রিয়াদ হাসান, শিক্ষার্থী রাফাত প্রমুখ।এসময় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান এবং শিক্ষার্থীদের হত্যার তীব্র প্রতিবাদ জানান। SHARES সারা বাংলা বিষয়: