অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

সাজিব রায়। গতকাল রবিবার খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (কার্যনির্বাহী পরিষদ ২০২৪) একটা প্রেস বিজ্ঞপ্তি থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। খুলনা
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস.এম.ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি তাদের সমিতি থেকে প্রকাশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস এবং নবনিযুক্ত সম্মানিত উপদেষ্টা মন্ডলীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সকল শিক্ষার্থীসহ নিহত সকল ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। উক্ত আন্দোলনে প্রত্যেকটি হত্যা ও সহিংসতার সাথে জড়িত সকল ব্যক্তিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং সকল আহত ব্যক্তির উন্নত চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

এছাড়াও প্রেস বিজ্ঞপ্তিতে এই আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অবদানের কথা তুলে ধরা হয়। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা এবং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। পাশাপাশি তারা অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেন।উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় গত ৯ই আগস্ট, ২০২৪ ইং তারিখে (শুক্রবার) অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠিত হয়েছে।