ঝিনাইদহে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

সুজল বিশ্বাস। ঝিনাইদহের কালীগঞ্জে ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এদিকে ১৫ আগস্ট ঘিরে কোনো অপশক্তি যেন মাঠে না নামতে পারে সে ব্যাপারে সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত শহরে অবস্থানের ঘোষণা দেয় তারা।সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মাহাফুজুর রহমান ঈশান, সানমুন হোসেন, এজাজ আহমেদ, হৃদয় হোসেন, সৈয়দা সাহারা মাহফুজ, জাহিদ হোসেনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা ফ্যাসিস্ট হাসিনা, তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান। এছাড়াও সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুটপাট করে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টা করছে দাবি করে তাদের বিচারের আওতায় আনার আহবান জানান।