সীমান্তে কিশোরী স্বর্ণা হত্যাসহ সকল হত্যাকান্ডের সুষ্টু তদন্ত ও বিচার দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪ এস.এম আবু রায়হান ॥ “ফেলানী থেকে স্বর্ণা, সীমান্তে খুন আর না” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে মানববন্ধন পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। রোববার ৮ সেপ্টেম্বর দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কুলাউড়ার লালারচক সীমান্তে বিএসএফের গুলিতে স্কুল ছাত্রী স্বর্ণা দাশকে হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানান। এসময় ভারতকে হুশিয়ার করে ছাত্ররা বলেন আর যাতে সীমান্তে গুলি করে নিরিহ মানুষকে হত্যা না হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি সুমন আহমদ, শাহান আহমদ, জায়েদ আহমদ, তানজিয়া শিশির, জাকারিয়া ইমন, আহবাব আল হামিদী, জুবায়েল আহমদ শুভ, উসমান জাকি, শাহ মিসবাহ সহ প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি মীর নিজাম আহমদ, আশরাফ উদ্দিন, জাবেদ রহমান, আলী হোসেন, সজিব আহমদ, আবু হানিফা, ইমাজ আহমদ, আতিকুল ইসলাম, সাবরিনা জেরিন, জেসিকা জেসি, সুমি চৌধুরীসহ শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। SHARES সারা বাংলা বিষয়: