করোনা আতঙ্কে দূরত্ব বজায় রেখে মদ কিনছেন ভারতীয়রা! দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ করোনা আতঙ্কে জনসমাগম করতে নিষেধ করেছে ভারত সরকার। তাই রাস্তা-ঘাট ফাঁকা, খুব বেশি প্রয়োজন না হলে কেউই বের হচ্ছেন না। সম্প্রতি কেরালার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, মদের দোকানে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখছেন ক্রেতারা। যা দেখে অবাক ভার্চুয়াল দুনিয়া। অনেকে বলছেন, জাতে মাতাল তালে ঠিক।ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি মদের দোকানের সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন মানুষ। প্রত্যেকেই একটি দূরত্ব বজায় রেখে চলেছেন। দেড় ফুট দূরত্বে দাগ কাটা রয়েছে। প্রত্যেকটি ক্রেতাই সেই দাগ অনুযায়ী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটু এদিক-ওদিক হলেই মদের দোকানের নিরাপত্তারক্ষী লাইন সোজা করছেন। কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক মনে করলেও অনেকে বলছেন, এটা হাস্যকর। আবার এ ভিডিও শেয়ার করে অনেকে লিখেছেন- তারা মদ খেয়ে মরতে রাজি। করোনা ভাইরাসের বলি হতে চান না! SHARES আন্তর্জাতিক বিষয়: