নওগাঁর দাবী এনজিওর ৩শতক জমি বাড়িয়ে ৪১ শতকের খাজনা নিলেন ভূমি কর্মকর্তা মোমেনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

সৈকত সোবাহান ।নওগাঁর সদর উপজেলার বোয়ালিয়া-তিলেকপুর ইউনিয়ন ভূমি অফিসে জমির পরিমান বৃদ্ধি করে খাজনা নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে ।

জানা গেছে, পিরোজপুর মৌজার ৯৯২ নং হোল্ডিং ও ৬৮৩ নং খতিয়ান এ গত ০৭ ডিসেমম্বর ২০২৩ ইং তারিখে ৯ নং দাগে ১৫ শতাংশ, ১০ নং দাগে ১০ শতাংশ এবং ১১ নং দাগে ১৩ শতাংশ, মোট ৩৮ শতাংশ জমি নামজারী করে খাজনা দেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থা।তবে রহস্যজনক ভাবে ওই জমি আবারও গত ১২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে কোন মিসকেস ছাড়ায় জমির পরিমাণ বাড়িয়ে ৪১ শতাংশ করা হয়। ৩ শতাংশ জমি বাড়িয়ে মোটা অংকের টাকার বিনিময়ে পুনরায় খাজনা নেওয়ার উঠেছে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুনের বিরুদ্ধে।

এবিষয়ে খাজনা রশিদ নিয়ে জানার জন্য সরাসরি অফিসে গেলে ভূমি কর্মকর্তা মোমেনা খাতুন বলেন, আমি এই খাজনা নেইনি,আমি কিছু বলতে পারবো না। কিভাবে ৩ শতক জমি বাড়ানো হলো জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেনি।
এছাড়াও তিনি বলেন,এবিষয়ে কোন তথ্য দিতে পারবো না। যদি কোন তথ্য দিতে হয় আমার উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো। কোন জবাব দিতে হলে উর্ধ্বতন কর্মকর্তাকে দিবো।এবিষয়ে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোসা: আশরাফুন নাহার বলেন, অফিসে এসে দেখা করেন। জমির পরিমান কি ভাবে বাড়লো জানতে চাইলে তিনি আসানুরুপ কোন কিছু বলতে পারেনি। তিনি আরো বলেন নিউজ করার দরকার নেই আমি প্রতিনিধি পাঠাচ্ছি।নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব বলেন, দাবী মৌলিক উন্নয়ন সংস্থা এই প্রতিষ্ঠানটির সম্ভবত ব্যাংক লোনের জন্য জমির পরিমান বাড়িয়ে খাজনা দিয়েছে। তবে কোন আনিয়ম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।