মেহেরপুরে চলছে প্রতিমা সজ্জার শেষ প্রস্তুতি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

মাহাবুল ইসলাম।সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী বুধবার (৯ অক্টোবর) শুরু হতে যাচ্ছে এই শারদীয় উৎসব। যা উদযাপিত হবে আগামী রোববার ১৩ অক্টোবর পর্যন্ত। এ উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

শেষ সময়ে প্রস্তুতিতে মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জা-কাজ। রঙ্গের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রং-ঢংগে। পূজা ঘনিয়ে আসায় এখন রাত দিন ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।রোববার (৬ অক্টোবর), সরেজমিনে মেহেরপুর শহরের শ্রী শ্রী হরিসভা পূজা মন্দিরে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
সেখানে প্রতিটি প্রতিমাকে রং তুলির নিপুণ আঁচড়ে রাঙাতে ব্যস্ত শিল্পীরা।

চলছে সাজ-সজ্জার কাজও। দেবী দুর্গার সাথে সাজিয়ে তোলা হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতী দেবীকেও। যেন দম ফেলার সময় নেই শিল্পীদের।কুষ্টিয়ার খোকসা থেকে আসা ৩ জন শিল্পী গত কয়েকদিন ধরে ব্যস্ত সময় পার করছেন হরিসভা মন্দিরে। আজ মধ্যরাত অবধি সকল কাজ সম্পাদন করে কুষ্টিয়া ফিরবেন বলে তিনারা জানান।
মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস জানান, মেহেরপুরে এবার ৩৮ টি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৪ টি, গাংনী উপজেলায় ১৭ টি এবং মুজিবনগর উপজেলায় ৭টি। আগামী ৯ অক্টোবর-১৩ অক্টোবর পর্যন্ত পূজা উদযাপিত হবে।
এদিকে শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধকল্পে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা রয়েছে বলে জানা গেছে।