পিচফুল সোসাইটি কর্তৃক সিরাত প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৪

মোঃ মুরাদ মিয়া,শেরপুর। শেরপুরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. এর জীবন আদর্শ ও নববী সৌরভ সর্বত্র ছড়িয়ে দিতে ৩য় ‘সিরাত বিষয়ক মৌখিক পরীক্ষা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পিসফুল সোসাইটি নামক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে আজ শনিবার (৯ মার্চ) সকাল ৯ ঘটিকা থেকে সারাদিনব্যাপী ডুবারচরে অবস্থিত কামারেরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়।

ইত্তেফাকুল উলামা চরাঞ্চল শেরপুর সদর কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান ( বড় হুজুর) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবলীগের সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে তাহার বড় ছেলে হাসিবুর রহমান সজিব ৷প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হযরত আসমা( রা) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রঈস উদ্দিন৷

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইশাআতুস সুন্নাহ মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি মোঃ আলআমিন সা’দী ,শেরপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল কালাম,মারকাজুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবুল বাশার ৷

উল্লেখ যে,গত ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩য় সিরাত প্রতিযোগিতায় প্রথম ধাপে বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ২৬৯ জন প্রতিযোগিদের মধ্য থেকে নৈর্ব্যক্তিক ( এমসিকিউ) পরীক্ষার মাধ্যমে ৫১ জন প্রতিযোগিদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয় ৷ আজ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপ ( মৌখিক) পরীক্ষায় অংশগ্রহণকারী দের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে কামারেরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সজিব মিয়া ( প্রথম) ,ঝগড়ারচর ইসলামিক মডেল স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ তাওহিদ আফরিদী (দ্বিতীয়),ও মোহাম্মদ আশিকুর রহমান ( তৃতীয়) স্থান অর্জন করেছে ৷

মাওলানা হামিদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত বিচারকমন্ডলী ও অতিথি বৃন্দরা বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন ৷