পাঁচবিবিতে দুর্গাপূজার প্রস্তুতি চলছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৪ মোঃ গোলাম মোরশেদ ।হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে আগামী ৯ আক্টোবর। এ বছরে পাঁচবিবি উপজেলায় ৭৬ টি মন্দির-মণ্ডপে পূজা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মণ্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। পুরোহিত শ্রী পংকজ চক্রবর্তী বলেন, এ বছরের পঞ্জিকা মতে আগামী ৯ অক্টোবর সকাল ৯টায় মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে দুর্গোৎসব। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ হচ্ছে দুর্গা দেবীর আগমনী বার্তা। এবার দেবী দূর্গা দোলায় আগমন করবেন এবং ১৪ অক্টোবর বিজয়া দশমীতে গজে করে গমন করবেন। এখন হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজারী ও ভক্তরা হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তৈরি করছেন দেবী দূর্গাকে।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাঁচবিবি উপজেলার সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী বলেন, আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে প্রত্যোকটি পূজা মন্দিরে স্থানীয় ভাবে পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি যে, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো জানান এবার উপজেলায় ৭৬ টি পূজা মন্ডবে দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ১৪টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৩টি, আয়মারসুলপুর ইউনিয়নে ৯টি, বালিঘাটা ইউনিয়নে ৮টি, আটাপুর ইউনিয়নে ১০টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৪টি, কুসুম্বা ইউনিয়নে ৯টি ও আওলাই ইউনিয়নে ২টি পূজা মণ্ডপে পূজার আয়োজন শুরু হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ইতোমধ্যে আমরা বিভিন্ন পূজা কমিটির লোকজনের সাথে কথা বলেছি। পূজা চলাকালীন সময়ে সকল মন্ডপে নজরদারি থাকবে এবং সেনাবাহিনী সহ পুলিশের সার্বক্ষণিক টিম টহল দিবে। SHARES ধর্ম বিষয়: