নওগাঁয় জামাইয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, স্ত্রী আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪ সাইফুল ইসলাম । নওগাঁয় শশুর বাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো সুলতান ওরফে শিপন (২৭) নামের এক যুবক। খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে শশুর বাড়ির শয়ন ঘর থেকে শিপনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিপনের স্ত্রী নাসরিনকে আটক করেছে থানা পুলিশ। নিহত শিপন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ও নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামের খাজামুদ্দিনের জামাই। এ ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঐ দিন ভোরে শিপনের স্ত্রী নাসরিন মুঠোফোনে শিপন গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর দেয় তাকে শিপনের পরিবারকে। গত ৭- ৮ বছর আগে শিপনের সাথে নাসরিনের বিয়ে হয় এবং তাদের আড়াই বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের বছর খানেক পর থেকেই পারিবারিক কলহের কারণে নাসরিন তার বাবার বাড়ি মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে থাকতো। একারনে স্বামী শিপন সেখানে মাঝে মাঝে-ই বেড়াতে আসতো। অন্যান্য সময়ের মতো গতকাল রবিবার সন্ধ্যায় শিপন তার শশুর বাড়ি স্ত্রীর কাছে আসেন। খাওয়া-দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শিপন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুত্রবধূ নাসরিনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: