সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে স্কুল শিক্ষকের আত্মহত্যার ঘটনায় মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪ মনোয়ার হোসেন।। টাঙ্গাইলের সখীপুরে গলায় ফাঁসি লাগিয়ে নুরুল ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষক আত্মহত্যার বিষয় নিয়ে প্রেস সামনে মানববন্ধন কর্মসুচির ডাক দেন শিক্ষক পরিষদ।সংবাদের গুরুত্বপূর্ণ লাইন:এ বিষয়ে নিয়ে তীব্র নিন্দা জানা শিক্ষক পরিষদ।তারা আরো বলেন যে এর সাথে যারা যারা জরিত তাদেরকে খুব দ্রুত আইনের আওয়তায় এনে তাদের সুষ্ঠ বিচার এর দাবি করছি।শিক্ষক পরিষদ আরো বলেন যে যদি দেশ এভাবে চলতে থাকে তাহলে শিক্ষকদের মর্যাদাটা কোথায়।তারা বলেন শিক্ষক হচ্ছে দেশ গড়ার কারিগর। সেই শিক্ষককেই কিনা নোংরা রাজনীতির শিকার হয়ে এ পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হয়।আজ ৬ ই নভেম্বর স্মরণীয় হয়ে থাকনে সকল শিক্ষকদের কাছে।পরবর্তীতে দৈনিক দেশ সেবার প্রতিনিধিশিক্ষক নুরুল ইসলাম এর বাড়িতে গেলে তারা এবং তাদের প্রতিবেশি জানান যে তারা প্রতক্ষ দোষি হিসেবে কামাল নামের এক ব্যাক্তিকে দাবি করছেন।এছাড়াও তিনি বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন সেখানে গেলে জানা যায় তিনি ছিলেন একজন দক্ষ শিক্ষক।আরো জানা যায় যে শিক্ষক নুরুল ইসলাম এর ঘটনা নিয়ে তোলপাড় সমগ্র টাংগাইল শিক্ষক সমিতি।এ বিষয় নিয়ে উওাল শিক্ষক নুরুল ইসলাম এর নিজ এলাকায়। SHARES সারা বাংলা বিষয়: