রাজনগরের কদমহাটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

এস.এম আবু রায়হান ।।  রাজনগর উপজেলার কদমহাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ব্র্যাক। ইউনিসেফের সহযোগিতায় ব্র্যাক কর্তৃক বাস্তবায়নাধীন উত্তর-পূর্বাঞ্চলীয় আকস্মিক বন্যায় সাঁড়াদান-২০২৪ প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়ের ১১৮ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে বাংলা, ইংরেজি, অংক ও সমাজবিজ্ঞানের খাতা, স্কেল, রাবার, ইরেজার, ড্রইং পেন্সিল, পেন্সিল ও কলম তুলে দেয়া হয়।১৮ অক্টোবর সোমবার কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত তাজরীন জাহানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ নেয়ামত উল্লাহ। ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং ও টেকনিক্যাল স্পেশালিস্ট উত্তম কুমার চৌধুরী প্রমূখ। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ নেয়ামত উল্লাহ বলেন, এবছরের আগস্ট মাসের আকস্মিক বন্যায় এই এলাকার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।এই বিদ্যালয়টিকে আমরা আশ্রয় কেন্দ্র হিসেবে তালিকাভূক্ত করে বন্যাদূর্গত মানূষের থাকার ব্যবস্থা করেছিলাম। ক্ষতিগ্রস্ত কমিউনিটি ও শিক্ষার্থী নির্বাচনে উপজেলা শিক্ষাবিভাগকে সম্পৃক্ত করার জন্য ব্র্যাককে ধন্যবাদ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা এরকম প্রশংসনীয় উদ্যোগের জন্য ইউনিসেফ ও ব্র্যাককে ধন্যবাদ জানিয়ে বিতরণকৃত উপকরণসমূহ যথাযথভাবে ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সাথে অন্তরঙ্গ আলাপ-চারিতায় সবাইকে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক মানুষ হওয়ার অনুপ্রেরণা দেন।