ব্রাহ্মণবাড়িয়ায় মামলায় আতঙ্কিত সাধারণ জনগণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

মুনতাসির রেজা।। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটা থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে নানান অভিযোগে মামলা দায়ের করার অভিযোগ উঠেছে এতে করে সাধারণ মানুষ অনেকটা বিভ্রান্ত অবস্থায় এবং আতঙ্কে রয়েছে, নানান দিকে বিভিন্ন গুজবসহ মামলা দায়ের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে।এখন পর্যন্ত বিভিন্ন থানায় একের পর এক মামলা দায়েরের ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ নিয়ে মামলা বাণিজ্যের অভিযোগও উঠেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রেকর্ড করা হয়েছে এসব মামলায় এজাহারে নাম উল্লেখ করে ১,৯২৯ জনকে আসামি করা হয়েছে, পাশাপাশি প্রতিটি মামলায় আরও এক থেকে দেড়শ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, মামলাগুলোর তালিকায় জেলার ৬ থেকে ৭ জন সাংবাদিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছেএ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) জাবেদুর রহমান বলেন, “যারা প্রকৃত অপরাধের সঙ্গে যুক্ত, তাদের কঠোর হস্তে দমন করা হবে। তবে নিরপরাধ ব্যক্তিদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমি জেলার পুলিশ সুপার হিসেবে আশ্বাস দিচ্ছি, যারা ভালো মানুষ অথচ এসব মামলায় হয়রানির শিকার হচ্ছেন, তারা সরাসরি আমার কাছে দরখাস্ত নিয়ে আসুন। আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখবো।এ পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভয় ও অনিশ্চয়তা কাজ করছে। বিশেষ করে যারা অজ্ঞাতনামা আসামি হিসেবে মামলার তালিকায় রয়েছেন, তারা নিজেদের নিরপরাধ প্রমাণ করতে সমস্যায় পড়ছেন। পুলিশ সুপারের আশ্বাস সত্ত্বেও অনেকেই আইনি হয়রানি থেকে মুক্তি পেতে সংশয়ে রয়েছেন।এবং সাধারণ মানুষের মতামত যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং সাধারণ মানুষদেরকে হয়রানি না করার জন্য বিশেষ করে পুলিশ সুপারের কাছে বিনয় অনুরোধ জানিয়েছেন