নওগাঁয় নারী ফুটবলার সাফ জয়ী আইরিনকে সংবর্ধনা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ সাইফুল ইসলাম।।নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়ন এর সাগরইল মির্জাপুর গ্রামের কৃতি সন্তান সাফ জয়ী নারী ফুটবলার আইরিন খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার ২০ নভেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মহিষবাথান উচ্চ বিদ্যালয় মাঠে হাতুড় ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে। এলাকার কৃতি সন্তানকে এক নজর দেখার জন্য আশে পাশের গ্রামের অসংখ্য নারী-পুরুষ মাঠে ভীড় জমান এসময়। হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইরিন খাতুনের সাথে তার মা ফিরোজা বেগম ও বাবা আব্দুল আলিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এলাকার জনপ্রিয় উপস্থাপক প্রভাষক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহাদেবপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে নারী ফুটবলার আইরিন খাতুনের হাতে হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক লাল গোলাপের তোড়া, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন এছাড়াও, ইউনিয়ন পরিষদের পক্ষে ১২ জন মেম্বার ৩০ হাজার টাকার চেক দেন। এসময় গত নির্বাচনে নওগাঁ-৩, (মহাদেবপুর-বদলগাছীআসনের ধানের শীষের প্রার্থী ও মহাদেবপুর বদলগাছী জন-মানুষের প্রানপ্রিয় জননেতা পারভেজ আরেফিন সিদ্দিকী জনি’র পক্ষে মহাদেবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক আমিনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান আলী, যুবদল নেতা মোর্শেদুল ইসলাম, আইনুল ইসলাম, শরিফুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ ট্রফি, দুলাল হোসেন মিঠু গোল্ডেন বুট ও অন্যরা রজনীগন্ধ্যার স্টিক হাতে তুলে দিয়ে সংবর্ধনা জানান।প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন, এলাকার কৃতি সন্তান আইরিন স্কুলে পড়ার সময় অনেক দিন এই মাঠে ফুটবল খেলেছে। প্রায়ই সে অন্যদের নিয়ে ফুটবল প্রাক্টিস করতো। চেয়ারম্যান হিসেবে তিনি তাকে অনেক ভাবে সহযোগীতা করেছেন এবং আগামীতেও আমাদের ফুটবলের উন্নয়নে তিনি কাজ করে যাবেন। এক পর্যায়ে সাফ জয়ী নারী আইরিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি ফুটবল খেলায় সকলকে উৎসাহ দেন। এর আগে বিকেলে এই মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগীতার আয়োজন করা হয়। খেলায় পোরশা উপজেলার শিশা একাদশের বিরুদ্ধে নওগাঁ একাদশ ২-০ গোলে জয়লাভ করে। SHARES সারা বাংলা বিষয়: