আখ চাষীদের সাথে জিলবাংলা সুগার মিলস লি:-এর মত বিনিময় সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

মো: শাহজাহান আলী।।আজ শনিবার ২৩ নভেম্বর জামালপুরের  দেওয়ানগঞ্জ উপজেলায়, দেওয়ানগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডে আখ চাষীদের সাথে জিলবাংলা সুগার মিলস লিমিটেডের কৃষি বিভাগ ২০২৪-২০২৫ রোপন মৌসুমে আখ চাষ বৃদ্ধির জন্য এক আলেচনা সভার আয়োজন করে।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিল বাংলা সুগার মিলস লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক জনাব মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব আমিনুল ইসলাম, মহা ব্যস্হাপক(কৃষি),বিশেষ অতিথি  জনাব মুহাম্মদ আলাউদ্দিন, ডিজিএম (সম্প্রসারণ), সভাপতিত্বে করেন জনাব রেজাউল হক রেজা,সম্মানিত সদস্য, উপজেলা বিএনপি, সার্বিক সহযোগিতা করেন মোঃ রন্জু আহম্মেদ, সাবেক কাউন্সিলর, দেওয়ানগঞ্জ পৌরসভা, আরো উপস্হিত ছিলেন জিবাচিক ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাবেক চুকাইবাড়ী ইউপির চেয়ারম্যান,জনাব নুরুল ইসলাম পোষা, চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণত সম্পাদক জনাব রফিকুল ইসলাম রফিক, চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণত সম্পাদক, জনাব চাঁন আলী মেম্বার সহ প্রায় ২০০ শত আখচাষী। আলোচনা সভায় কিভাবে আখ চাষ বৃদ্ধি করা যায় এবং অত্র মিলটি যাতে বন্ধ হয়ে না যায় সে বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং বিশেষ শর্তে ৩৫০০ টাকা ভর্তুকি প্রদানের কথা বলেন জনাব মোশাররফ হোসেন ।জিলবাংলা সুগার মিলস যাতে সরকার কর্তৃক বন্ধ না হয় সে বিষয়ে বিশেষভাবে কথা বলেন প্রধান অতিথি জনাব মোশাররফ হোসেন  এবং আগামীতে সেচের উপর ভর্তুকি প্রদানের আশ্বাস প্রদান করেন।উল্লেখ্য গত  ১৯-২০ মারাই  বছরে বাংলাদেশ সরকার  সারা দেশে ৬টি মিল বন্ধ করে দেয়