মিঠাপুকুরে জিংক সমৃদ্ধ ধান বিনা-২০ উৎপাদন ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কৃষক মাঠ দিবস

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪
মো:সজল সরকার ।। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে গতকাল রবিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের জীবনপুর গ্রামে ১০০ জন ব্যক্তির অংশগ্রহণে জিংক সমৃদ্ধ ধান বিনা- ২০ উৎপাদন ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।এ সময় জীবনপুর গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি কান্তেশ্বর বর্মনের সভাপতিত্বে জিংক সমৃদ্ধ ধান বিনা- ২০ উৎপাদন ও উন্নত প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দূর্গাপুর ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিদর্শক ওয়াজেদুর রহমান ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার সুসময় মানখিন প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন, জিংকের পুষ্টিগুণ ও এর গুরুত্ব বিশেষত নারী ও শিশুদের জন্য উপকারিতা,জিংক পুষ্টি উপাদানটি ধানের সাথে অর্ন্তভ‚ক্তির উদ্দেশ্যটি এবং জিংক ধান ফলন পদ্ধতি ও অন্যান্য ধানের তুলনায় এর উপকারিতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কমিটি, যুব ফোরাম, কৃষক উপরোক্ত বিষয়ে ধারণা লাভ করেন।