ব্রাহ্মণবাড়িয়া জেলা সফরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪ মুনতাসির রেজা ।। ব্রাহ্মণবাড়িয়া জেলা সফরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সফর করেছেন।২৪ নভেম্বর, রবিবার তিনি সকাল ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে জেলা পুলিশের কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন শেষে জেলা পুলিশ সদস্যদের সাথে পুলিশ লাইন্সের এক কল্যাণ সভায় মিলিত হন।কল্যাণ সভায় তিনি সর্বস্তরের পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক ভাষণ দেন।পরে বেলা ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।সেখানে সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। মতবিনিময়কালে তিনি বলেন একটি রাস্ট্রে পুলিশের প্রয়োজনীয়তা অপরিহার্য!সবাইকে পুলিশের উপর আস্থা রাখতে আহ্বান জানিয়ে ডিআইজি মো. আহসান হাবীব পলাশ বলেন, সুশীল সমাজকে এমন পুলিশের জন্য আন্দোলন করতে হবে যেমন পুলিশ তারা চায়।যারা জনকল্যাণে কাজ করবে। প্রতিটি রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে কাজ করছে পুলিশ।যাতে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালাতে পারে।জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ মোবারক হোসেন, জেলা বারের সভাপতি কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমিন শাহীন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজুসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।বিকালে তিনি জেলার নাসিরনগর ও সরাইল থানা পরিদর্শন করে বিভিন্ন দিকনির্দেশনা দেন। সন্ধ্যা তিনি চট্রগ্রামের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা ত্যাগ করেন।সময় তার সাথে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. কামরুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: