খুলনায় ভারতীয় হাই কমিশনারের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

মোঃ মাসুম বিল্লাহ ।।খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা-ভাঙচুরের ঘটনায় মহানগর খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার ২ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরী শামসুর রহমান রোড থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কমার্স কলেজের পাশে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের সামনে প্রদক্ষিণ করে বাংলাদেশ ব্যাংক মোড়ের দিকে চলে যায়।বিক্ষোভ মিছিলের খবরে আগে থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভারতের সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন।পরে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা চালানো হয়েছে। তার প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি। স্বৈরাচারের দালালরা আর কিছু করতে পারবে না। বাংলাদেশে কোন জঙ্গি সংগঠন জায়গা পাবে না।