ভেকু দিয়ে ফসলি জমির মাটি কর্তন, হুমকির মুখে পুরনো মন্দির

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

মো. মাসুম।।মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটায় হুমকির মুখে পড়েছে ২শত বছরের পুরনো মন্দির। এঘটনায় বৃহস্পতিবার উপজেলার খিলপাড়া গ্রামের কেরামত আলী হালদারের ছেলে মানিক হালদার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। মানিক হালদার জানান- উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত মোহাম্মদ বেপারীর ছেলে সিরাজ বেপারী, জাহাঙ্গীর বেপারী ও সিদ্দিক হোসেন’র ছেলে পনির হোসেন সরকারি নির্দেশনা অমান্য করে জোড় পূর্বক তার মায়ের পৈত্রিক সম্পত্তি দখল করে ভেকু দিয়ে মাটি কাটছেন। এতে হুমকির মূখে পড়েছে আমার পরিবারসহ হিন্দু সম্প্রদায়ের পুরনো দৃষ্টি নন্দন মন্দির। জমির মাটি কাটায় নিষেধ করলে তারা তা উপেক্ষা করে কাজ চলমান রাখেনে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।