শ্যামনগরে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

মোঃ আরিফুজ্জামান আরিফ ।।বুধবার সকালে শ্যামনগর রিডা হাসপাতালে ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু হয়েছে। শ্যামনগর জয়াখালী গ্রামের হাবিবুর রহমানের অন্তসত্তা স্ত্রী তামান্না সুলতানা রুপার(২০) প্রসব বেদনা উঠলে তার অভিভাবকরা মঙ্গলবার সন্ধার পর শ্যামনগর স্বাস্থ্য  কম্পপ্লেক্সে নিয়ে আসেন ।এসময় কর্তব্যরত চিকিৎসকরা সিজারের মরামর্শ দেন এবং রিডা প্যাইভেট হাসপাতালে ভর্তির জন্য বলেন। রোগীর অভিভাবক রিডা হাসপাতালে নিয়ে আসলে কর্তৃপক্ষ চুক্তি করে সিজারের জন্য একজন ডাক্তার ডেকে রাত ১টার দিকে সিজার করেন ।সিজারে পর রোগী অশুস্থ হয়ে পড়লে ভোরে  রিডা কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেওয়ার পরামর্শ দিলে সাতক্ষীরায় নেওয়ার পথে রোগীর মৃত্যু হয়। এব্যাপারে মৃতার স্বামী হাবিবুর রহমান বলেন,কোন এ্যানেস্থিসিয়া ছাড়া অপারেশন করায় অতিরুক্ত রক্ত ক্ষরনে মৃত্য হয়েছে।এব্যাপারে  রিডা হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন নিয়মনীতি যথাযথ ভাবে পালন করে অপারেশন করা হয়েছে।