ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গী উপজেলার থানা ৬ নং ভানোর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এক মেয়ে শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪ আব্দুর রহিম।। আজ ০৬-১২-২৪ সকালে একটি মেয়ে শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের সূত্রে জানা গেছে, শিশুটি ৭ বছর বয়স বাড়ির পাশে খেলতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে অনুসন্ধান শুরু করে এবং একপর্যায়ে শিশুটির নিথর দেহ পানির নিচ থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, পুকুরটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে এবং সেখানে কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। শেষাংশ: এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের উচিত পুকুর ও জলাশয়গুলোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। SHARES সারা বাংলা বিষয়: