পঞ্চগড়ের বোদায় ঘরের মধ্যে জায়নামাজে পড়ে ছিল নারীর রক্তাক্ত লাশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪

আব্দুল্লাহ্ আল মামুন।।পঞ্চগড়ের বোদা উপজেলায় ঘরের মেঝেতে জায়নামাজে পড়ে থাকা অবস্থায় অরিনা বেগম (৪৫) নামের এক নারীর রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ নবারুন উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত অরিনা বেগম কালিয়াগঞ্জ এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। তাঁর লাশ প্রাথমিক সুরতহাল শেষে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।অরিনার পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম বলেন, অরিনা বেগমের দুই ছেলে এক মেয়ের মধ্যে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরা বাইরে থাকেন। গতকাল সন্ধ্যায় স্ত্রী অরিনাকে একা বাড়িতে রেখে পাশের কালিয়াগঞ্জ বাজারে যান স্বামী আবুল কালাম আজাদ। রাত সাড়ে ১০টার দিকে আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে দেখেন ঘরের মেঝের মধ্যে জায়নামাজের ওপর অরিনা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা অরিনাকে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করছেন স্বজনেরা।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন মুঠোফোনে বলেন, লাশ উদ্ধারের সময় ওই নারীর মাথায় ধারালো কোনো কিছু দিয়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।