কাশিয়ানীতে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

মোঃ জামাল শেখ।।ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ৭ টি ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ।আজ সোমবার ( ৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন ঘোড়াডাঙ্গা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মোঃ রোমান মোল্লা জানান, ঘোড়াডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান। তল্লাশি চলাকালে একটি মিনি ট্রাক হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা মিনি ট্রাকসহ ২ জনকে আটক করেন।এ সময় আসামিদের হেফাজত হতে একটি মিনি ট্রাক (ঢাকা-ন-১১-৬৯১৮), ২ টি রামদা, ৩টি সাঁড়াশি , ১টি সেলাইরেঞ্জ, ১ টি তালা-লোহার কাটার যন্ত্র, ৫ টি মোবাইল  ও ৭ টি ককটেল উদ্ধার করেন।গ্রেপ্তারকৃত আসামিরা হলোঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামের মোঃ ইউসুফের ছেলে মোঃ শিমুল (২৭) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী রেললাইন বস্তির নূর ইসলামের ছেলে মোঃ হাসান (২০)।এ সময় তাদের কয়েকজন সঙ্গী পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছেন।গ্রেপ্তার ২ জন ই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে। খামারের গরু, মহাসড়কের ভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রধান টার্গেট। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।