বদলগাছীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪ সৈকত সোবাহান ।। নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা।বেশ কয়েকদিন ধরে উপজেলায় বিপর্যস্ত জনজীবন। খেটে খাওয়া অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের কথা ভেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার ১৩ই ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকদলের আয়োজনে, উপজেলা কৃষকদল বদলগাছী শাখার ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আহসান হাবীব লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি জননেতা ফজলে হুদা বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি জননেতা ফজলে হুদা বাবুল বলেন, দেশের অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। আপনারা জানেন, বেশ কয়েক দিন থেকে শীতের তীব্রতায় জনজীবন কাবু। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু উপজেলা কৃষক দল নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। SHARES সারা বাংলা বিষয়: